অবশেষে দেশে ফিরেলেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দু'দিন হলো ঢাকায় অবস্থান করছেন তিনি। প্রায় এক বছর মিডিয়া থেকে নিজেকে আড়াল রাখেন এ নায়িকা। এ সময় প্রযোজক-পরিচালক কেউই তার কোনো খোঁজ পাননি। নিজে থেকে কেউ আত্মগোপনে থাকলে কী আর করা।
বৃহস্পতিবার অপু আরটিভি অনলাইনকে জানিয়েছেন, আসছে ফেব্রুয়ারি থেকে তিনি শুটিং এ ফিরবেন। তার নিখোঁজ হবার ঘটনায় মিডিয়া অঙ্গনে অনেক গুঞ্জন ওঠে। সেসব গুঞ্জনের সত্যতা কতটুকু, সেসব কি খুলে বলবেন অপু বিশ্বাস? প্রশ্ন থেকেই যায়!
অপু অভিনীত বেশিরভাগ ছবির নায়ক সুপারস্টার শাকিব খান। সেই শাকিবও এখন নিয়মিতভাবেই নতুন নায়িকাদের সঙ্গে কাজ করছেন। নতুন জুটিও ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। অপুর 'মা' নামে একটি ছবিতে অভিনয় করার কথা ছিল। কিন্তু সেই 'মা'ও এখন শাকিবের নতুন আবিষ্কার বুবলীর হয়ে গেছে। মানে হলো, অপুর জায়গায় কাজ করছেন এখন চিত্রনায়িকা বুবলী।
চলচ্চিত্রে ফিরলে নতুনভাবে আবারো শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে অপুকে? নাকি নতুন নায়কদের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। সেটাই একটা প্রশ্ন। তবে অপুর ফেরার খবরে স্বস্তিতে আছেন তার শিডিউলের কারণে আটকে থাকা ছবির পরিচালক-প্রযোজকরা।
আরো একটি প্রশ্ন থেকেই যায়, চলচ্চিত্রে ফিরে কি নাম্বার ওয়ান নায়িকার আসন ফের নিজের করতে পারবেন অপু?
এইচএম/এসজেড